National

কাগজ কারখানায় বিধ্বংসী আগুন

একটি কাগজ কারখানায় বিধ্বংসী আগুন লেগে পুড়ে গেল বহু সম্পত্তি। তবে কোনও হতাহতের খবর নেই। কারও ক্ষতি না হলেও প্রচুর পরিমাণে মজুত কাঁচামাল ও উৎপাদিত দ্রব্য নষ্ট হয়ে গেছে। শনিবার দুপুর সওয়া ১টা নাগাদ ওই কারখানা থেকে আগুন দেখতে পান সকলে। দ্রুত দমকলে খবর দেওয়া হয়।

দমকলের ১৬টি ইঞ্জিন আগুন নেভাতে হিমসিম খায়। সন্ধের দিকে এসে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় দমকল। শুরু হয় ঠান্ডা করার কাজ বা কুলিং প্রসেস। ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির দিলশাদ গার্ডেন এলাকায়। এখানেই এই কাগজের কারখানার বেসমেন্টে আগুন প্রথমে লাগ। তারপর তা ছড়াতে থাকে। ৪৫০০ বর্গফুট জায়গা নিয়ে তৈরি এই কারখানার ৩টি তল রয়েছে। রয়েছে একটি বেসমেন্ট।


আগুন লাগার কারণ এখনও অজানা। কেন আগুন লাগল তার খোঁজ শুরু হয়েছে। আগুনের জেরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা। তবে কারখানার সিংহভাগই পুড়ে গছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button