অটোয় ছিলেন যাত্রীরা। অটো যাচ্ছিল গন্তব্যের দিকে। ঠিক সেই সময় উল্টোদিক থেকে লাগামছাড়া গতিতে ছুটে আসছিল একটি ট্রাক। অটোটি বুঝতে পারে ট্রাক চালকের নিয়ন্ত্রণের বাইরে ছুটছে। কিন্তু যখন বুঝতে পারে ততক্ষণে দেরি হয়ে গেছে। ট্রাকটি সোজা এসে ধাক্কা মারে অটোতে। অটোয় ধাক্কা মেরে পালাতে গিয়ে ট্রাকটি আবার গিয়ে ধাক্কা মারে একটি বাইকে। তারপরই ট্রাক ফেলে চম্পট দেয় ট্রাক চালক।
সোমবার সকালে ঘটনাটি ঘটে বিহারের পাটনার বখতিয়ারপুর এলাকার রানিসরাই গ্রামের কাছে। গ্রামের ধার দিয়ে রাস্তা। সেই রাস্তায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা ছুটে আসেন। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় ৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতালে যাওয়ার আগে রাস্তাতেই মৃত্যু হয় আরও ১ জনের। বাকি ৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রাক চালক ট্রাক ফেলে পালায়। তার খোঁজ চলছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র কের ওই রাস্তায় যান চলাচল সকালের ব্যস্ত সময়ে ব্যাহত হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)