National

উপত্যকায় সাধারণ মানুষদেরও ছাড়ছে না জঙ্গিরা, গুলি করে হত্যা

সেনা, আধাসেনা, পুলিশের ওপর আক্রমণ তো বারবার করে জঙ্গিরা। কিন্তু সাধারণ মানুষকে গুলি করে হত্যার ঘটনা অতটা শোনা যায়না। যদিনা তাঁরা গুলির লড়াইয়ের মধ্যে পড়ে যান। বুধবার কিন্তু একেবারে টার্গেট করে হত্যা করা হল জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলার এক বাসিন্দাকে। তাঁকে জঙ্গিরা গুলি করে। গুলি খাওয়ার পর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মৃত ব্যক্তি বয়সে তরুণ। ২৪ বছর বয়স। মৃতের নাম তনভির আহমেদ দার। সোপিয়ানের বেমনিপোরা গ্রামে থাকতেন তনভির। কেন তাঁকে গুলি করল জঙ্গিরা তা পরিস্কার নয়। তবে এই ঘটনায় ওই গ্রাম জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।


পুলিশ এই ঘটনার কথা বুধবার জানায়। কীভাবে এই ঘটনা ঘটল, কারা এই ঘটনা ঘটাল, তারা পরিচিত কিনা, তদন্তে নেমে এসবের খোঁজ শুরু করেছে পুলিশ। গ্রামেও বিভিন্ন জনের সঙ্গে কথা বলছে তারা। জঙ্গিদের সঙ্গে তনভিরের কোনও যোগাযোগ ছিলনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button