শুক্রবার ভোর ৫টা। এক্সপ্রেসওয়ে ধরে ছুটে যাচ্ছিল একটি ট্রাক। তার চেয়েও বেশি গতিতে ছিল ট্রাকের পিছনে থাকা একটি যাত্রীবোঝাই বাস। ট্রাকটিকে কাটাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি ধাক্কা মারে চলন্ত ট্রাকের পিছনে। দুর্ঘটনায় দুমড়ে যায় বাসের সামনের অংশ। ট্রাকেরও পিছন দিকের অনেকটা অংশের ক্ষতি হয়। বাস থেকে ভেসে আসতে থাকে আর্তনাদ। থমকে যায় অন্যান্য গাড়ি। আশপাশ থেকে মানুষজন ছুটে আসেন উদ্ধারে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ের ওপর কারাউলি গ্রামের কাছে। ঘটনাস্থলেই ১ মহিলা সহ ৮ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ২৪ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রাও উদ্ধারে হাত লাগান। বাসটি আগ্রা থেকে নয়ডা যাচ্ছিল। পুলিশের প্রাথমিক অনুমান ভোরের আলো আঁধারিতে বাসের চালক ভাল করে ট্রাকটিকে ঠাওর করে উঠতে পারেননি। তারওপর গতি তো ছিলই। সব মিলিয়ে নিয়ন্ত্রণ হারান চালক।
ঠিক কী হয়েছিল তা বাস চালককে জিজ্ঞাসার আর সুযোগ নেই। কারণ এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে বাসের চালকও রয়েছেন। এদিকে দুমড়ে যাওয়া বাস থেকে যাত্রীদের বার করে আনতে রীতিমত বেগ পেতে হয় উদ্ধারকারীদের। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঠিক কী হয়েছিল তা বোঝার চেষ্টা করছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)