সিলিন্ডার ফেটে আগুন ছড়াল একটি বস্তিতে। যদিও আগুন খুব বেশি ছড়াতে পারেনি। তার আগেই আগুন আয়ত্তে এনে ফেলেন দমকলকর্মীরা। স্থানীয় মানুষজনও আগুনের ছড়িয়ে পড়া রুখতে আগুন লাগতেই তা নেভাতে উঠেপড়ে লাগেন। আগুনে একটি কুঁড়েঘর পুড়ে ছাই হয়ে গেছে। একটি মোবাইল টয়লেটও পুড়েছে। আশপাশে টালির চালের ঘর থাকলেও তা আগুনের গ্রাস থেকে বেঁচে গেছে।
শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিল্লির জৌনাপুর এলাকার একটি বস্তিতে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় ৩ ব্যক্তি কিছুটা আহত হয়েছেন। এর বাইরে হতাহতের খবর নেই। দমকলের ৫টি ইঞ্জিন খুব দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অল্প সময়ের মধ্যেই আগুন নিভে যায়। ফলে বড় ধরণের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
গ্যাস সিলিন্ডার ফেটেই যে আগুন লাগে সে বিষয়ে নিশ্চিত দমকলকর্মীরা। বস্তি এলাকা হওয়ায় এই আগুন থেকে বড় ধরণের ক্ষয়ক্ষতি হতে পারত। যা থেকে কার্যত রক্ষা পেয়েছে এই বস্তি। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)