একজন দোকানদার। সাদামাটা সাধারণ মানুষ। ব্যবসা করে জীবন ধারণ করেন। পরিবার চালান। তাঁকে নৃশংসভাবে গুলি করে মারল এক বন্দুকবাজ। এমন ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জম্মু কাশ্মীরের বারামুলা শহরে। বারামুলার খোওয়াজা বাগ এলাকার বাসিন্দা মজিদ ভাট। স্থানীয় মানুষজন তাঁকে রাজু মিস্ত্রি নামেও চেনেন। তিনি শনিবার দোকানেই ছিলেন। তখনই এক বন্দুকবাজ আচমকা এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মৃত্যু হয় মজিদের।
পুলিশ এই ঘটনার কথা জানিয়েছে। তবে কে এই বন্দুকবাজ তা পরিস্কার নয়। কেনই বা মজিদকে গুলি করা হল তাও তদন্ত সাপেক্ষ। এটা জঙ্গিদের কাজ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তব ঘটনা পরম্পরার ভিত্তিতে মনে করা হচ্ছে এটা জঙ্গিদেরই কাজ। কারণ জঙ্গিরা এখন পরপর সাধারণ মানুষকে টার্গেট করছে। তাঁদের গুলি করে মারছে। প্রসঙ্গত এই বারামুলা শহরকেই মাস তিনেক আগে জঙ্গিমুক্ত শহর বলে ঘোষণা করেছিল পুলিশ।
এই ঘটনাটি ঘটেছে শনিবার। আর ঠিক আগের দিন শুক্রবার জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় অন্য এক দোকানদারকে গুলি করে জঙ্গিরা। তিনি প্রাণে বেঁচে যান। তবে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। তার পরদিনই ফের বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল মজিদ ভাট নামে আর এক দোকানদারের।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)