গত মঙ্গলবার তখন সন্ধে ৭টা। বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্র গৌরব সিং অন্য বন্ধুদের সঙ্গে লাল বাহাদুর শাস্ত্রী হস্টেলের সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই হস্টেল। সেখানই আচমকা হাজির হয় বাইকে করে কয়েকজন ছাত্র। কিছু বুঝে ওঠার আগেই গৌরবকে লক্ষ্য করে গুলি চালায় তারা। গুলি গিয়ে লাগে পেটে। দ্রুত রক্তাক্ত অবস্থায় গৌরবকে বিশ্ববিদ্যালয়েরই ট্রমা সেন্টার অফ ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় গৌরবের।
ঘটনার পরই গোটা হস্টেল ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় তল্লাশি। রাতেই রূপেশ, অভিষেক রাই সহ আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকেই গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ব্যক্তিগত শত্রুতা থেকেই এভাবে গৌরবকে গুলি করে হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা দেখা দেয়। ছাত্রদের একাংশ বিক্ষোভও দেখান।
এভাবে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে ভর সন্ধেয় গুলি করে হত্যার ঘটনায় ক্ষোভের সঙ্গে সঙ্গে ছাত্রদের মধ্যে আতঙ্কও তৈরি হয়েছে। নিজেদের সুরক্ষা নিয়ে চিন্তিত ছাত্ররা। চিন্তিত ছাত্রদের হস্টেলে রেখে পড়তে পাঠানো অভিভাবকরাও। এদিকে পুলিশ জানাচ্ছে মৃত গৌরবের মারামারি করার রেকর্ড আছে। একবার মারামারি করায় তার জেলও হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)