বুধবার রাতে অপহরণ করা হয় সপ্তম শ্রেণির ছাত্র রাহুল কুমারকে। রাহুল কুমার কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র। বাবা মারা গেছেন অনেক আগে। তিনি ছিলেন জনতা দল ইউনাইটেডের নেতা। সেই সুরেন্দ্র প্যাটেলের ছেলে রাহুল কুমারকে অপহরণের খবর পৌঁছয় পুলিশের কাছেও। এদিকে রাহুলের তুতোভাই রাজীব রঞ্জন পুলিশকে জানান অপহরণের কিছু পরে তাঁর কাছে একটি ফোন আসে। যেখানে রাহুলের মুক্তিপণ বাবদ ৫০ লক্ষ টাকা চায় অপহরণকারীরা।
পুলিশে খবর পৌঁছনোর পর রাতেই শুরু হয় রাহুলের খোঁজে তল্লাশি। প্রাক্তন রাজনৈতিক নেতার ছেলে ১৪ বছরের রাহুলকে খুঁজে পেতে পুলিশ সর্বশক্তি প্রয়োগ করে। তবে সারারাতেও তার খোঁজ মেলেনি। বৃহস্পতিবার সকালে রাহুলের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান ধরা পড়ে যাওয়ার ভয়েই রাহুলকে আতঙ্কে খুন করে দেয় অপহরণকারীরা। এই ঘটনায় যুক্ত সন্দেহে ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান জেলায়। রাহুলের দেহ মুফাসিল এলাকা থেকে উদ্ধার হয়। পুলিশ ঘটনার জোরদার তদন্তে নেমেছে। কারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত তার খোঁজ চলছে। ভোটের মুখেই এক রাজনৈতিক দলের প্রয়াত নেতার কিশোর সন্তানকে অপহরণ করে হত্যা জনমানসে প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)