হাইওয়ে ধরে ছুটে চলা ট্রাকে হঠাৎই বিস্ফোরণ। ট্রাকের ডিজেল ট্যাঙ্কে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় ট্রাকটিতে। রাস্তার ওপর আগুনে জ্বলতে থাকা ট্রাকটির চালক এই অবস্থায় গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি উল্টে যায় রাস্তার ওপর। সেই অবস্থাতেই জ্বলতে থাকে। এমন এক ভয়ংকর দৃশ্য দেখে চমকে ওঠেন আশপাশের মানুষ।
শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে। উত্তরপ্রদেশের মইনপুরি জেলায় হাইওয়ের ওপর এই ঘটনা ঘটে। ট্রাকে প্রচুর পরিমাণে চালের বস্তা মজুত ছিল। চাল নিয়েই গন্তব্যে ছুটে যাচ্ছিল ট্রাকটি। কিন্তু রাস্তায় ডিজেল ট্যাঙ্কে আগুন লেগে এমন এক ভয়ংকর দুর্ঘটনার শিকার হল গাড়িটি। আগুনে গাড়ির চালক ও খালাসির মৃত্যু হয়েছে।
পুলিশ ঘটনার পরই এলাকায় হাজির হয়। ব্যস্ত রাস্তায় বেশ কিছুক্ষণ এই দুর্ঘটনার জেরে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে ফের যান চলাচল স্বাভাবিক হয়। কেন ডিজেল ট্যাঙ্কে আগুন লাগল তা বোঝার চেষ্টা করছে পুলিশ। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঠিক ঘটনাটি কী ঘটেছিল তাও বোঝার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)