গত রবিবার রাত। নিঝুম রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে গ্রামে ঢুকে পড়ে ৩ ডাকাত। একটি জায়গায় বোধহয় ডাকাতি করেই এখানে হাজির হয়েছিল তারা। তারপর সবদিক দেখে চুপিসারে ঢুকে পড়ার চেষ্টা করে গ্রামের একটি বাড়িতে। কিন্তু তাদের সেই চেষ্টা নজরে পড়ে যায়। খুব দ্রুত গ্রামে ডাকাত আসার ঘটনা চাউরও হয়ে যায়। গ্রামবাসী সকলে একজোট হয়ে চলে আসেন ওই বাড়ির সামনে। তারপর পাকড়াও করেন ডাকাতদের।
পাকড়াও করার সময় কিছুটা চোর পুলিশ খেলা চলে ৩ ডাকাত ও গ্রামবাসীদের মধ্যে। অবশেষে ২ ডাকাতকে ধরতে পারলেও ১ ডাকাত গ্রামবাসীদের হাত ছাড়িয়ে চম্পট দেয়। সঙ্গে নিয়ে যায় নগদ ৫০ হাজার টাকা ও একটি গাড়ির কাগজপত্র। তাকে ধরতে না পারলেও বাকি ২ ডাকাত রেহাই পায়নি। তাদের ধরে শুরু হয় বেদম প্রহার। গ্রামবাসীদের মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার বেলানগর গ্রামে। গ্রামবাসীদের মারে মৃত্যু হওয়ার পর সেখানে পুলিশ হাজির হয়। সাব্বির ও রহিস নামক ২ ডাকাতের দেহ সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। পালিয়ে যাওয়া ডাকাতের খোঁজ শুরু করেছে পুলিশ। গ্রামবাসীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে সোমবারও এলাকায় উত্তেজনা ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা