চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ নতুন কিছু নয়। ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি। কলকাতা মেট্রোর যাত্রীদের কাছে এই ঘটনা যেমন অনেকদিন ধরেই পরিচিত। তেমনটা দিল্লি মেট্রোর যাত্রীদের কাছে নয়। ফলে বুধবার ভরদুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে দিল্লির রমেশ নগর স্টেশনে।
১২টার সময় গাড়ি যখন স্টেশনে ঢুকছিল তখনই আচমকা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন এক বছর ৬৫-র বৃদ্ধ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্টেশনে দাঁড়ানো অপেক্ষমাণ যাত্রীরা এই ঘটনায় চেঁচিয়ে ওঠেন। অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। বন্ধ হয়ে যায় ওই লাইনে মেট্রো চলাচল।
মৃত বৃদ্ধের পরিচয় জানতে পারেনি পুলিশ। কারণ ওই বৃদ্ধের কাছ থেকে কোনও পরিচয়পত্র মেলেনি। কেন তিনি আত্মহত্যা করলেন তাও পরিস্কার নয়। তাঁর পকেটে কোনও সুইসাইড নোটও পায়নি পুলিশ। ওই বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)