গুজরাটের কংগ্রেস বিধায়ক তথা সেখানকার ঠাকোর সেনার অন্যতম নেতা অল্পেশ ঠাকোর কংগ্রেসের সঙ্গ ত্যাগ করলেন। কংগ্রেস ছাড়লেনও। বিধায়ক পদও ছাড়লেন। অল্পেশ ঠাকোরের ওপর সেখানকার গুজরাট ক্ষত্রিয় ঠাকোর সেনার চাপ ছিল। কিছুদিন ধরেই তাই অল্পেশের কংগ্রেসে থাকা নিয়ে টানাপোড়েন চলছিল। ভোটের মুখেই তাঁর কংগ্রেস ত্যাগ যে গুজরাটে কংগ্রেসের ভোটব্যাঙ্ক কিছুটা হলেও ধাক্কা হতে পারে সেটা কংগ্রেস নেতৃত্বও বুঝছিল। আর সেটাই হল। অল্পেশ ঠাকোর কংগ্রেস ছাড়লেন।
গুজরাট ক্ষত্রিয় ঠাকোর সেনা নিজেদের মধ্যে বৈঠক করে। তারপর তাদের তরফে অল্পেশ ঠাকোরকে জানিয়ে দেওয়া হয় যে ঠাকোর সেনার সঙ্গে কংগ্রেসের কোনও যোগাযোগ নেই। তাই অল্পেশের আর কংগ্রেসে থাকার দরকার নেই। কংগ্রেসের সঙ্গ ত্যাগ করতে হবে তাঁকে। যদিও ঠাকোর সেনার সদস্য জগত ঠাকোর সাংবাদিকদের জানান, অল্পেশ ঠাকোর চাইলে কংগ্রেসে থাকতেই পারেন। বিধায়ক পদও ধরে রাখতে পারেন। তবে সেক্ষেত্রে তাঁকে ঠাকোর সেনার সঙ্গ ছাড়তে হবে।
দেখা গেল তাঁর পুরনো সংগঠন ঠাকোর সেনার সঙ্গেই থাকা শ্রেয় মনে করলেন অল্পেশ। ছেড়ে দিলেন কংগ্রেস। অল্পেশের দলত্যাগের ফলে একেবারে ভোটের মধ্যে সমস্যায় পড়ল কংগ্রেস। কারণ অল্পেশ গুজরাটে এক তরুণ মুখ হিসাবে পরিচিত। তাঁর একটা নিজস্ব ভোটব্যাঙ্কও রয়েছে। সেই ভোটব্যাঙ্কও অল্পেশের সঙ্গে সঙ্গে কংগ্রেস ত্যাগ করবে না তো? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গুজরাট কংগ্রেসের নেতাদের মনে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)