চাকরির ইন্টারভিউ দিতেই বাড়ি থেকে রওনা দিয়েছিলেন সদপাল যাদব। উত্তরপ্রদেশের জৌনপুর থেকে আগ্রা আসছিলেন তিনি। আগ্রার বিআর আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজের জন্য বৃহস্পতিবার ছিল ইন্টারভিউ। তাতে ডাক পেয়েছিলেন তিনি। বন্ধুর এত বড় চাকরির ইন্টারভিউ। তাই মনোবল বাড়াতে তাঁকে সঙ্গে করে নিয়ে আসছিলেন অন্য বন্ধুরা। গাড়িতে চালক ছাড়াও ৭ জন ছিলেন। গাড়ি ছুটছিল রাস্তা ধরে। সেই সময় গতিতে থাকা গাড়ির চালক গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারান। গাড়িটি গিয়ে সোজা ধাক্কা মারে একটি লরির পিছনে।
ধাক্কার সঙ্গে সঙ্গে দুমড়ে যায় গাড়িটি। ধাক্কার তোড়ে গাড়ি ও লরির টায়ার ফেটে যায়। বিকট শব্দে ফাটে টায়ারগুলি। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের লোকজন। ঘটনাটি ঘটে ফতেহাবাদ এলাকায়। শুরু হয় গাড়ি থেকে উদ্ধারকাজ। দুমরে যাওয়া গাড়ি থেকে ৮ জনকে বার করেত হিমসিম খান পুলিশ ও উদ্ধারকারীরা। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। গাড়িতে থাকা বাকি ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার পথে তাঁদেরও মৃত্যু হয়।
মৃতদের মধ্যে ৭ জন জৌনপুরের বাসিন্দা। ১ জন আজমগড়ের বাসিন্দা। লখনউ থেকে যাত্রা শুরু করেছিলেন তাঁরা। গন্তব্য ছিল আগ্রা। কিন্তু সেই ইন্টারভিউ আর দেওয়া হল না সদপাল যাদবের। বন্ধুদের সঙ্গে মৃত্যু হল তাঁরও। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)