National

মহিলাকে প্ল্যাটফর্মের ওপর দিয়ে হেঁচড়ে টেনে নিয়ে গেল মেট্রো

মেয়েকে সঙ্গে করে মেট্রোয় সফর করার পর স্টেশন আসতে মেয়েকে নিয়ে নামছিলেন এক গৃহবধূ। গীতা নামে ওই মহিলা নেমে গেলেও প্রত্যক্ষদর্শীদের দাবি তাঁর শাড়ির আঁচলটা বন্ধ হওয়া দরজায় আটকে যায়। মানে গীতাদেবী স্টেশনে পা রাখার পরই মেট্রোর দরজা বন্ধ হয়। আর পিছনে ঝুলতে থাকা শাড়ির আঁচলটা কোনওভাবে মেট্রোর দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দরজায় আটকে যায়।

মেট্রো দরজা বন্ধ করে চলতে শুরু করে। তখনই পড়ে হেঁচকা টান। প্ল্যাটফর্মেই পড়ে যান গীতাদেবী। হেঁচড়াতে হেঁচড়াতে প্ল্যাটফর্মের ওপর দিয়ে তাঁকে টেনে নিয়ে যায় ট্রেন। এই দৃশ্য দেখা মাত্রই এমার্জেন্সি বাটন চেপে ট্রেনকে দাঁড় করান অন্য যাত্রীরা।


দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে। দেহের কয়েক জায়গাতেও ছড়ে গিয়েছে। আঘাত লেগেছে। ঘটনাটি ঘটে দিল্লির মোতিনগর মেট্রো স্টেশনে। ব্লু লাইনের এই মেট্রো পথে নওয়াদা থেকে মেয়েকে নিয়ে ট্রেনে ওঠেন গীতাদেবী। নামেন মোতিনগরে। আর তখনই ঘটে দুর্ঘটনা।

ঘটনার জেরে সামান্য সময়ের জন্য মেট্রো পরিষেবা ব্যাহত হয়। তবে দ্রুত ফের স্বাভাবিক হয় পরিষেবা। গোটা ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেক মহিলাই শাড়ি পড়ে মেট্রো সফর করেন। তাঁদের আঁচলও যে কখনও এভাবে আটকে যাবে না তা কে বলতে পারে!


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button