
তাদের জেলে বন্দি ভারতীয় কিরপাল সিংয়ের মৃতদেহ ভারতের হাতে তুলে দিল পাকিস্তান। কিন্তু দেহ পরীক্ষা করতে গিয়ে চোখ কপালে উঠেছে ভারতীয় চিকিৎসকদের। ৫০ বছর বয়স্ক কিরপালের দেহ থেকে উধাও হৃদপিণ্ড, পাকস্থলী ও যকৃত। পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে এগুলি লাহোরের জিন্না হাসপাতালে ফরেনসিক পরীক্ষার জন্য রেখে দিয়েছে তারা। কিরপাল সিংকে পাকিস্তানে চরবৃত্তি ও সন্ত্রাস ছড়ানোর অভিযোগে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের একটি আদালত। তারপর থেকে লাহোরের কোট লাখপত জেলেই বন্দি ছিলেন তিনি। সেখানেই গত সপ্তাহে তাঁর মৃত্যু হয়। কিরপাল সিংয়ের দেহ দেশে ফিরলেও তাঁর দেহের মূল্যবান অংশগুলি গায়েব থাকায় প্রশ্ন উঠেছে। তবে তাঁর দেহের ভিতরে বা বাইরে কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কিরপালকে জেলের মধ্যেই অত্যাচার করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর পরিবারের লোকজন।