দিল্লিতে এখন প্রবল গরম। আর সেই গরমের তাপকে আরও বাড়িয়ে দিল শহরের পূর্ব প্রান্তের ললিতা পার্ক এলাকার একটি বিধ্বংসী আগুন। শনিবার বেলা ১১টা নাগাদ দমকল ফোন পায় যে ওই এলাকায় আগুন লেগেছে। দ্রুত সেখানে হাজির হয় দমকলের ১৩টি ইঞ্জিন। আগুন তখন গ্রাস করেছে একটি গোটা বস্তিকে। দাউদাউ করে জ্বলছে ৪০টি ঝুপড়ি ঘর। আতঙ্ক আরও বাড়িয়ে এরপর শুরু হয় একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। যা আগুনের লেলিহান শিখাকে আরও ভয়ংকর করে তোলে।
১ ঘণ্টার ওপর ১৩টি দমকলের ইঞ্জিন নিরন্তর চেষ্টা চালিয়ে আগুনকে ঘিরে ফেলতে সমর্থ হয়। তারপর শুরু হয় আগুন নিভিয়ে ঠান্ডা করার কাজ। যদিও ততক্ষণে শেষ হয়ে গেছে বহু মানুষের সাধের সংসার। কোনও হতাহতের খবর না থাকলেও ওই ৪০টি ঝুপড়ির বাসিন্দা কার্যত সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে। প্রাণটুকু কোনও রকমে বাঁচাতে পেরেছেন তাঁরা। আগুন লাগার পর থেকে তাই চারিদিকে আকাশে বাতাসে ছিল শুধুই হাহাকারের আর্ত চিৎকার। সব শেষ হতে দেখার ভয়ংকর যন্ত্রণা।
কীভাবে আগুন লাগল? দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগে। তবে সঠিক কারণ এখনও অজানা। তদন্তের পরই তা পরিস্কার হবে। এদিকে দিল্লিতে ভোটের মুখে এভাবে এতগুলো ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যাওয়া। এখানকার বাসিন্দাদের গৃহহীন হওয়ার পর এখন সরকারিভাবে কী করা হয় সেদিকে চেয়ে অনেকেই।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)