দিল্লির শাস্ত্রী ভবনে আগুন লেগে আতঙ্ক ছড়াল মঙ্গলবার। মঙ্গলবার দুপুরে আচমকাই শাস্ত্রী ভবনের ৭ তলায় আগুন লেগে যায়। আগুন লাগতেই হুড়োহুড়ি পড়ে যায়। দ্রুত খবর যায় দমকলে। কেন্দ্রীয় সরকারের ৫টি মন্ত্রক রয়েছে এই ভবনে। ফলে এর গুরুত্ব বোঝা কঠিন নয়। প্রতিটি মন্ত্রকের প্রয়োজনীয় দলিল দস্তাবেজও জমা রয়েছে এখানে। দমকল দ্রুত খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয়।
মঙ্গলবার দুপুর পৌনে ৩টে নাগাদ আগুন লাগে। দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লাগেনি। দমকলের তরফে জানানো হয় যেখানে আগুন লাগে সেই ঘরে প্রচুর বাতিল জিনিসপত্র স্তূপাকার করে জমা করা ছিল।
শাস্ত্রী ভবনের আগুনে আতঙ্ক ছড়ালেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বড় ধরণের কোনও ক্ষতিও হয়নি। অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয় বলে দাবি করেছে দমকল। শাস্ত্রী ভবনে আইন মন্ত্রক, তথ্য ও সম্প্রচার মন্ত্রক, বাণিজ্য মন্ত্রক, রাসায়নিক ও পেট্রোকেমিক্যালস মন্ত্রক এবং মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের অফিস রয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)