বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন দেখিয়ে মানুষকে ভুল বোঝানোর অভিযোগে বাবা রামদেবের পতঞ্জলি সংস্থাকে ১১ লক্ষ টাকা জরিমানা করল হরিদ্বারের একটি আদালত। সেই হরিদ্বার যেখান থেকেই তাঁর যাবতীয় কর্মকাণ্ড শুরু করেন বাবা রামদেব। পতঞ্জলির বিরুদ্ধে অভিযোগ, সংস্থার পণ্যের যে বিজ্ঞাপন দেখানো হচ্ছে তাতে অধিকাংশ ক্ষেত্রেই প্রতিযোগী সংস্থাগুলি কত খারাপ এবং তুলনায় পতঞ্জলি কত ভাল তা দেখানোর চেষ্টা করা হয়। কিন্তু সেই পতঞ্জলিরই বেসন, মধু, আনারসের জ্যাম ও সরষের তেল গুণগত মানের পরীক্ষায় রুদ্রপুরে পরীক্ষাগারে ডাহা ফেল করেছে। তা সত্ত্বেও পতঞ্জলি আয়ুর্বেদ এই পণ্যগুলির বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছে এবং মানুষকে বোঝাচ্ছে অন্য সংস্থাগুলির তুলনায় তাদের পণ্য কতটা উৎকৃষ্ট। এ নিয়ে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়ার কোপের মুখে আগেই পড়েছে পতঞ্জলি। এবার হরিদ্বারের আদালতের জরিমানার খাঁড়া নেমে এল তাদের ওপর। আগামী ১ মাসের মধ্যে জরিমানার অর্থ জমা দিতে হবে বাবা রামদেবের এই সংস্থাকে।