একটা সাদা গাড়ি এসে দাঁড়াল টোল প্লাজায়। অবাক হওয়ার মত বিষয় নয়। কারণ দিনে কয়েক হাজার গাড়ি এসে দাঁড়াচ্ছে। টোল ট্যাক্স দিচ্ছে। তারপর বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই সাদা গাড়ির ক্ষেত্রে ঘটল অন্য ঘটনা। গাড়িটি দাঁড়াতেই গাড়ির জানলা গলে বেরিয়ে এল একটি বাঁদর। তারপর সময় নষ্ট না করে সে লাফ মারল টোল বুথের মধ্যে। টোল বুথের মধ্যে রাখা ক্যাশ বাক্স থেকে খামচা দিয়ে তুলে নিল এক বান্ডিল টাকা। তারপর সেই টাকা নিয়ে দে ছুট! পুরো ঘটনাটাই ধরা পড়েছে টোল প্লাজার সিসিটিভি ক্যামেরায়।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর রুরাল জেলার বড় টোল প্লাজায়। বাঁদরের এই টাকা লুঠের খবর ছড়িয়ে পড়তেই হৈচৈ পড়ে যায়। পুলিশ তদন্তে নেমেছে। পুলিশ জানাচ্ছে এটাই প্রথম নয়, আর আগেও শেষ ৬ মাসের মধ্যে ২ বার এমন কাণ্ড ঘটেছে। একই কায়দায় লুঠ হয়েছে। গাড়ি এসে দাঁড়িয়েছে। তা থেকে নেমেছে বাঁদর। তারপর ক্যাশ বাক্স থেকে খামচা দিয়ে টাকা তুলে হাওয়া!
যে গাড়িটি থেকে বাঁদরটি বেরিয়ে এসে টাকা নিয়ে পালায় সেই গাড়িটির নম্বর সিসিটিভিতে ধরা পড়েছে। গাড়িটিকে খুঁজছে পুলিশ। ওই নম্বরের গাড়িকে কালো তালিকাভুক্তও করেছে তারা। অন্যদিকে এই ঘটনা নিয়ে বন্যজীবন বিশেষজ্ঞদের মত হল ওই বাঁদরটি নিজে কিছুই করছে না। এভাবে টাকা হাতানো তাকে শেখানো হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)