২৩ বছরের এক যুবতীকে তাঁর আবাসনের সামনেই গুলি করে হত্যা করল একদল দুষ্কৃতি। গাড়ি করে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে পালায় তারা। গুলিবিদ্ধ হওয়ার পর প্রায় ৫০০ মিটার পর্যন্ত ছোটেন ওই যুবতী। তারপর লুটিয়ে পড়েন রাস্তায়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় ওই যুবতী যাঁর সঙ্গে লিভ-ইন করতেন সেই ৫০ বছর বয়সী লিভ-ইন পার্টনারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু শহরের সহস্রধারা রোডে। এই রাস্তার ওপরই একটি আবাসনে থাকতেন রেহানা নামে ওই ২৩ বছরের যুবতী। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের মেয়ে রেহানা এখানে আসেন মাত্র ১৫ দিন আগে। একটি বুটিকে কাজ করতেন তিনি। সেই বুটিক বন্ধ হওয়ার পর যখন গত মঙ্গলবার তিনি বাড়ি ফিরছিলেন তখন তাঁর আবাসনের সামনেই তাঁকে গাড়ি করে করে গুলি পালায় দুষ্কৃতিরা। ১৫ দিন আগে রেহানাকে মুজফ্ফরনগর থেকে বেঙ্গালুরু নিয়ে আসেন তাঁর লিভ-ইন পার্টনার পেশায় ব্যবসায়ী রাকেশ কুমার গুপ্তা। রাকেশের সঙ্গেই লিভ-ইন করতেন ওই যুবতী।
পুলিশ এই ঘটনায় রাকেশ কুমার গুপ্তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই হত্যার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশের প্রাথমিক অনুমান এই হত্যার পিছনে পারিবারিক কোনও চাপানউতোর জড়িয়ে থাকতে পারে। তবে সবই তদন্ত সাপেক্ষ। পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকারীদের খোঁজ শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা