শাড়ির দোকানের ওপর তলায় ছিলেন ৫ কর্মচারি। রাতে সেখানেই শুতেন তাঁরা। কিন্তু দোকান বাইরে থেকে বন্ধ থাকত। ফলে ওই সময়টা কার্যত বন্দি অবস্থায় থাকতে হচ্ছিল তাঁদের। দোকানে লক্ষ লক্ষ টাকার শাড়ি থরে থরে সাজানো। সেই সুসজ্জিত বিখ্যাত শাড়ির দোকানেই বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ আগুন লেগে যায়।
তখন দোকান বন্ধ ছিল। কিন্তু দোকানের ওপর তলায় ৫ কর্মী ঘুমচ্ছিলেন। আগুনে দাউদাউ করে জ্বলতে থাকে দামি দামি শাড়ি। আগুনে চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। সেই ধোঁয়া থেকেই দমবন্ধ হয়ে ওই ৫ কর্মচারি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বেঁচে বেরিয়ে আসার কোনও পথ তাঁদের কাছে খোলা ছিলনা। এই ঘটনায় দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে পুনের দেভাচি উরলি এলাকায়। এখানেই রাজযোগ শাড়ি সেন্টারে আগুনটি লাগে। পুনের অন্যতম সেরা শাড়ির দোকান হিসাবে পরিচিত রাজযোগ শাড়ি সেন্টার। আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় দমকলের ৫টি ইঞ্জিন। প্রায় ৪ ঘণ্টা লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে আসে। তারপর শুরু হয় কুলিংয়ের কাজ।
আগুন লাগার কারণ এখনও অজানা। ৫ কর্মীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দোকান মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ভোরে শাড়ির দোকানে এই বিধ্বংসী আগুনের খবর দ্রুত পুনে জুড়ে ছড়িয়ে পড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা