জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর রাজস্থানে পাক সীমান্ত হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে ২ পাক নাগরিক। কয়েকদিনের ব্যবধানে ২ জন লুকিয়ে ভারতে ঢুকে পড়ে। কিন্তু বিএসএফ-এর তৎপরতায় গ্রেফতার হয় তারা। ফের বৃহস্পতিবার পাকিস্তান থেকে লুকিয়ে সীমান্ত পার করে ভারতে ঢুকে পড়ে ১ পাক নাগরিক। কিন্তু এবারও বিএসএফ-এর কড়া নজর এড়াতে পারেনি কোনও পাক অনুপ্রবেশকারী। ভারতের মাটিতে ঢুকে পড়ার পরই তাকে আটক করে বিএসএফ।
বিএসএফ সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ আফজল। পাকিস্তানের নারোয়াল-এর বাসিন্দা আফজল। জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় ভারত-পাকিস্তান সীমান্ত পার করে ভারতে প্রবেশ করে সে। লুকিয়ে প্রবেশ করতে সক্ষম হলেও তারপরই সে বিএসএফের হাতে ধরা পড়ে যায়।
কী উদ্দেশ্যে আফজল ভারতে প্রবেশ করেছিল? তার পরিকল্পনা কী ছিল? কেনই বা সে লুকিয়ে প্রবেশ করল? সবই জিজ্ঞাসাবাদ করে দেখছে বিএসএফ। এর পিছনে কোনও নাশকতার ছক রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের হাতে তুলে দেবে বিএসএফ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা