National

মাঝরাতে ২ দলের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

তখন মধ্যরাত। ঘুটঘুট করছে অন্ধকার। সবাই ঘুমে মগ্ন। উত্তরপ্রদেশের সুলতানপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ধনপতগঞ্জ গ্রামেও অবস্থাও প্রায় এক। কিন্তু সেই রাতের নিঝুমতা ভেঙে শুরু হল প্রবল সংঘর্ষ। ২ দলের মধ্যে সংঘর্ষের শব্দে গ্রামবাসীরাও অনেকে জেগে ওঠেন। সংঘর্ষে জড়িয়ে পড়েন মায়াবতীর বহুজন সমাজ পার্টি ও বিজেপি কর্মী সমর্থকেরা।

প্রবল সংঘর্ষে ২ পক্ষেরই অনেকে আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ পক্ষই সংঘর্ষের জন্য একে অপরের দিকে আঙুল তুলেছে। সকালেই শুরু ভোট। তার আগের রাতে এমন কাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়ায়।


সুলতানপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী মানেকা গান্ধী। তাঁর বিরুদ্ধে বিএসপি প্রার্থী চন্দ্র ভদ্র সিং ওরফে সনু সিং। সনু সিংয়ের দাবি মাঝরাতে গ্রামের ঘরে ঘরে টাকা বিলি করছিলেন বিজেপি কর্মীরা। তাঁর কর্মীরা খবর পেয়ে বাধা দেন। তাতেই সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ দীর্ঘক্ষণ চলে। আহত হওয়ার পাশাপাশি অনেকগুলি গাড়ি ভাঙচুর হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজেপি প্রার্থী মানেকা গান্ধী পুলিশের কাছে সনু সিংয়ের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যদিকে সনু সিংয়ের দাবি তাঁর সমর্থকেরা টাকা বিলি আটকানোর চেষ্টা করাতেই তাঁদের মার খেতে হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করেন সনু। রবিবার সকাল থেকে অবশ্য এখানে ভোট গ্রহণ হয়েছে নির্বিঘ্নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button