ভোট গ্রহণ তখন চালু হয়ে গেছে। ভোটাররা ভোট দিতে হাজির হচ্ছেন বুথে। ঠিক তখনই একটি গাছের তলায় এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন এক বিজেপি কর্মী। ওই গাছের তলায় পড়েছিল বিজেপির একটি পতাকা। সেই দলীয় পতাকা দিয়ে ওই ব্যক্তিকে জুতো মুছতে দেখে অগ্নিশর্মা হয়ে ওঠেন বিজেপি কর্মী। তেড়ে আসেন তাঁর দিকে। গালিগালাজও করতে থাকেন। এই অবস্থায় ওই বিজেপি কর্মীর সঙ্গে যোগ দেন অন্য বিজেপি কর্মীরাও। সকলেই ওই ব্যক্তিকে মারতে এগিয়ে আসেন।
দলীয় পতাকার অবমাননা হওয়ায় বিজেপি কর্মীরা যখন মারমুখীভাবে এগিয়ে আসছেন ঠিক তখনই ওই ব্যক্তির পাশে দাঁড়াতে হাজির হয়ে যান অন্য একদল যুবক। শুরু হয় ২ পক্ষে প্রবল সংঘর্ষ। পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয়। তারপর প্রবল লাঠিচার্জ করে ২ পক্ষকে ছত্রভঙ্গ করেন পুলিশকর্মীরা।
রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুর লোকসভা কেন্দ্রের শাহগঞ্জে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও সংঘর্ষের জেরে ভোটগ্রহণ কোনওভাবে ব্যাহত হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা