National

যমুনার জলে ঢালা হল দুধ, গ্লুকোজ

মরতে বসেছে যমুনা নদী। জলে যেভাবে দূষণ বাড়ছে তাতে এই নদীকে বাঁচানোই এখন বড় চিন্তার কারণ হয়েছে পরিবেশবিদদের। তাঁদের এই দুশ্চিন্তার কথা প্রশাসন সহ সকলের কাছে পৌঁছে যমুনা নদীর জলে দুধ, গ্লুকোজ ঢেলে দিলেন তাঁরা। অবশ্যই প্রতীকী। তবে অসুস্থ রোগীর সেবায় যেমন দুধ বা গ্লুকোজ লাগে, তেমনই যমুনাকে সেই পরিমাণ অসুস্থ ধরে তাঁদের এই অভিনব আন্দোলন গোটা দেশের নজর কেড়েছে। যমুনা নদীর মাহাত্ম্য ভারতের ইতিহাসে তো বটেই এমনকি এই নদীর আধ্যাত্মিক মাহাত্ম্যও প্রশ্নাতীত। এমন এক পুণ্য নদী এখন শুকিয়ে মরতে বসেছে। অত্যধিক দূষণ ও তার শাখানদীগুলির কারণে যমুনার জল ক্রমশ শুকচ্ছে।

গত রবিবার ছিল বিশ্ব মাতৃ দিবস। এই দিনটিকে সামনে রেখে পরিবেশকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে যমুনার ধারে জড়ো হন। তারপর যমুনাকে মাতৃরূপে ধরে নিয়ে যমুনা মাঈয়াকে তাঁরা গ্লুকোজ ও দুধ উৎসর্গ করেন। আগ্রায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা। পরিবেশকর্মীদের কটাক্ষ যমুনা এখন একটি বড়সড় নর্দমায় পরিণত হয়েছে। তাঁরা দাবি করেন, যমুনা যখন পাহাড় দিয়ে নেমে আসছে সমতলে সেখানে অনেক ব্যারেজ করা হয়েছে। সেই ব্যারেজগুলি থেকে নিয়মিত জল ছাড়া হোক। তাতে যমুনায় জলের প্রবাহ সঠিক মাত্রায় থাকবে। যমুনার জলে থাকা প্রাণ বেঁচে থাকবে।


যমুনাকে বাঁচাতে যোগী আদিত্যনাথ সরকার কোনও পদক্ষেপই করছে না বলে দাবি করেন পরিবেশকর্মীরা। প্রতীকী ভাবে দুধ ও গ্লুকোজ ঢালার পর পরিবেশকর্মীদের আরও দাবি, যমুনাকে না বাঁচাতে পারলে দেশের অন্যতম দ্রষ্টব্য ঐতিহাসিকস্থল তাজমহল ও আগ্রা ফোর্টেরও ক্ষতি হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button