বন্ধু হাসপাতালে ভর্তি। তাঁকে দেখতে তাই অন্য বন্ধুরা রওনা দেন হাসপাতালের উদ্দেশে। গত বৃহস্পতিবার সন্ধেয় তাঁরা হাসপাতালে বন্ধুর সঙ্গে দেখাও করেন। তাঁর স্বাস্থ্যের খোঁজখবর করে তারপর সেখান থেকে রাতে ফিরছিলেন বাড়ি। কিন্তু অসুস্থ বন্ধুকে দেখে তাঁদের ৭ জনের মধ্যে ৬ জনের আর বাড়ি ফেরা হল না। ১ জন মাত্র প্রাণে বেঁচে গেছেন। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
কী হয়েছিল রাতে? এঁরা ৭ জন একসঙ্গে একটি গাড়িতে ফিরছিলেন। সে সময় রাস্তায় দাঁড়িয়েছিল একটি লরি। সেই লরিটিতে সোজা গিয়ে ধাক্কা মারে তাঁদের গাড়িটি। লরির পিছনে গিয়ে ধাক্কা মারার পর গাড়িটি দুমড়ে যায়। প্রবল গতি থাকায় চালক গাড়িটিকে নিয়ন্ত্রণ করে উঠতে পারেননি বলেই মনে করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়ার বায়রোনা গ্রামের কাছে।
ঘটনার পর রাতেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ এসে উদ্ধার শুরু করলেও দেহগুলি গাড়ি থেকে বার করতে বেশ বেগ পেতে হয়। ৬ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ১ জনের দেহে তখনও প্রাণ ছিল। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা