১ বিধায়ক সহ ৭ ব্যক্তি একটি গাড়িতে যাচ্ছিলেন। এমন সময় গাড়িটি ঘিরে ধরে কয়েকজন। কিছু বুঝে ওঠার আগেই তারা এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। গাড়ি ঘিরে শুরু হয় গুলি। ঝাঁকে ঝাঁকে গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বিধায়কের দেহ। গুলিতে মৃত্যু হয় তাঁর সঙ্গে থাকা ৬ জনেরও। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। পুলিশের প্রাথমিক অনুমান এর পিছনে নাগা জঙ্গিদের হাত রয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ। সেসময় অসমের ডিব্রুগড় থেকে অরুণাচল প্রদেশের কোনসা-র দিকে যাচ্ছিলেন ওই বিধায়ক। বিধায়ক তিরং আবো এনপিপি বা ন্যাশনাল পিপলস পার্টির সদস্য। কোনসা পশ্চিম কেন্দ্রের ওই বিধায়ক এবারও ভোটে দাঁড়ান। আগামী ২৩ তারিখ তাঁরও ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল।
মঙ্গলবার অরুণাচল প্রদেশের তিরাপ জেলার বোগাপানি গ্রামের কাছে তাঁর গাড়ি ঘিরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা