বাবা কাজ করেন এক বায়ুসেনা আধিকারিকের বাড়িতে। গত সোমবার কাজে আসার সময় বিনোদ নামে ওই ব্যক্তি তাঁর ৭ বছরের ছেলে প্রেম কুমারকেও সঙ্গে নিয়ে আসেন। কাজে আসার পর তিনি ওই আধিকারিকের গাড়িটি ধুচ্ছিলেন। সে সময় তাঁর সঙ্গেই ছিল তাঁর ছেলে। এমন সময় প্রেম কুমারের নজরে পড়ে গাড়ির মধ্যে বেশ কিছু পুতুল রয়েছে। তার ইচ্ছে হয় সেও ওই পুতুলগুলো নিয়ে খেলবে। কিন্তু বিনোদ না করে দেন।
হয়তো মনিবের গাড়ির পুতুলে ছেলে হাত দিলে কোনও সমস্যা হতে পারে সেকথা ভেবেই মানা করেন তিনি। ছেলেকে সেখান থেকে সরিয়ে দেন তিনি। তাকে বাড়ি ফিরে যেতে বলেন। এরপর গাড়ির সাফাইয়ের পর তিনি মালিকের বাড়িতে ফিরে আসেন।
মালিকের স্ত্রী তখন তাঁকে জানান প্রেম কুমার গাড়ির মধ্যে খেলা করছে। সেকথা শুনে ফের তিনি গাড়ির কাছে যান। সেখানে গাড়ির মধ্যে ছেলেকে অচেতন অবস্থায় দেখতে পান তিনি। দ্রুত তাঁকে নিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই বালককে মৃত বলে ঘোষণা করেন। বিনোদের দাবি কখন তাঁর ছেলে গাড়িতে ঢুকে পড়েছে তিনি লক্ষ্যই করেননি।
ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমে নেভি কোয়ার্টারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিনোদকে জিজ্ঞাসা করে পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। সন্তানকে এভাবে হারিয়ে ভেঙে পড়েছেন বিনোদ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা