একটি কোচিং সেন্টারের ৩ ও ৪ তলা শুক্রবার বিকেলে আগুনের গ্রাসে চলে যায়। ছাত্রছাত্রীরা সেখানে তখন পড়ছিল। আচমকাই আগুন দেখে আতঙ্ক ছড়ায় তাদের মধ্যে। অনেকে আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে উপর থেকেই ঝাঁপ দেয়। একের পর এক ছাত্রকে ঝাঁপ দিতে দেখা গেছে বলে দাবি করছেন স্থানীয়রা। এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে তাতে ১৫ জন পড়ুয়ার উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ায় মৃত্যু হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র।
শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। দ্রুত দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। হাইড্রলিক ল্যাডার দিয়ে পড়ুয়াদের উদ্ধারের চেষ্টা শুরু হয়। সেইসঙ্গে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ করেন দমকলকর্মীরা। যে অ্যাপার্টমেন্টে আগুন লেগেছে তার নাম তক্ষশীলা কমপ্লেক্স। এখানেই ছিল কোচিং সেন্টারটি।
ঘটনার খবর পেয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, খুব উদ্বেগের মধ্যে রয়েছেন তিনি। গুজরাট সরকারকে যাবতীয় সাহায্যে এগিয়ে যাওয়ার জন্য বলেছেন তিনি। যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন প্রধানমন্ত্রী।