গত শুক্রবার বিকেলে খেলা করছিল ৩ জন। ৮ বছরের আসমা, ৭ বছরের আলিবা ও ৮ বছরের আবদুল্লা। আচমকাই তারা ভ্যানিস হয়ে যায়। তাদের খোঁজ শুরু করেন পরিবার থেকে গ্রামবাসীরা। কিন্তু তাদের কোনও খোঁজ মেলেনি। অবশেষে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ খোঁজ শুরু করে।
রাতভর তল্লাশি চালিয়েও লাভ হয়নি। পাওয়া যায়নি শিশুগুলির খোঁজ। শেষ পর্যন্ত গত শনিবার সকালে যেখান থেকে তারা নিখোঁজ হয়েছিল সেই জায়গা থেকে ১৫ কিলোমিটার দূরে ধাতুরি নামে একটি গ্রামে একটি টিউবওয়েলের পাশে তাদের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে।
গ্রামের টিউবওয়েলের পাশ থেকে গুলিতে ঝাঁঝরা অবস্থায় মেলে ওই ৩ শিশুর দেহ। এদের কেউ কেন এমন নৃশংসভাবে হত্যা করল তা বুঝে উঠতে পারছে না পুলিশ। তবে পুলিশের অনুমান এর পিছনে পারিবারিক শত্রুতা কাজ করে থাকতে পারে। সে বিষয়ে তদন্তও শুরু করেছে তারা। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
এদিকে ৩ শিশুকে এভাবে হত্যার ঘটনা সামনে আসতে এলাকা জুড়ে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। তদন্তে নেমে পুলিশ এই ঘটনায় সলমন মালিক নামে এক ব্যক্তি যুক্ত থাকতে পারে বলে মনে করছে। তবে তার খোঁজ এখনও মেলেনি। সলমনকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা