রাহুল গান্ধীর মত হেভিওয়েটকে হারিয়ে কংগ্রেসের নিশ্চিন্ত গড় আমেঠিতে থাবা বসিয়েছেন বিজেপির স্মৃতি ইরানি। রাহুল গান্ধীকে হারিয়ে আমেঠির নতুন সাংসদ হয়েছেন তিনি। বিজেপির এই আমেঠি জয়ে যে বিজেপি নেতাদের কৃতিত্ব ছিল উল্লেখযোগ্য তারমধ্যে ছিলেন সুরেন্দ্র সিং। একসময়ে গ্রাম প্রধান থেকে বিজেপির শক্তিশালী প্রচারক হয়ে উঠেছিলেন প্রৌঢ় এই ব্যক্তি। সেই সুরেন্দ্র সিং গত শনিবার রাতে ঘুমিয়েছিলেন নিজের গ্রাম বারাউলিয়াতে। ভোরের দিকে তাঁকে গুলি করে পালায় দুষ্কৃতিরা। মৃত্যু হয় সুরেন্দ্রর।
ভোটের সময় স্মৃতি ইরানির ঘনিষ্ঠ বলে পরিচিত সুরেন্দ্র সিংয়ের মৃত্যুর খবর কানে যেতেই আমেঠি ছুটে আসেন স্মৃতি। যোগ দেন সুরেন্দ্র সিংয়ের শেষ যাত্রায়। সুরেন্দ্র সিংকে ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার কাজও করেন স্মৃতি। প্রণাম করেন তাঁর জয়ের অন্যতম কারিগরকে। পরে সুরেন্দ্র সিংয়ের দেহ শেষকৃত্যে নিয়ে যাওয়ার সময় মরদেহে কাঁধও দেন স্মৃতি ইরানি।
সুরেন্দ্র সিংয়ের হত্যার ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে। আরও কেউ যুক্ত কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিকে সুরেন্দ্র সিংয়ের ছেলে তাঁরা বাবার হত্যার ঘটনায় কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা