জলপথ বা আকাশপথে যাতে দেশ ছেড়ে আইপিএস অফিসার তথা কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার পালাতে না পারেন সেজন্য তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল সিবিআই। দেশের সব বিমানবন্দর ও অভিবাসন সংস্থাগুলিকে সিবিআই রাজীব কুমারের ছবি পাঠিয়ে সতর্ক করেছে। কোনওভাবে যেন তিনি দেশ না ছাড়তে পারেন সে বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে। এমনকি দেশ ছাড়ার চেষ্টা করলেই যেন তাঁকে গ্রেফতার করা হয় তাও পরিস্কার করে দিয়েছে সিবিআই।
সারদা কেলেঙ্কারিতে প্রমাণ নষ্ট করার অভিযোগে সিবিআই রাজীব কুমারকে নিজেদের হেফাজতে চাইছিল। সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপও করে তারা। পরে রাজীব কুমারের বাড়িতে ঢুকতে গেলে সিবিআইকে আটকায় কলকাতা পুলিশ। সিবিআই আধিকারিকদের সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকদের হাতাহাতির ঘটনাও ঘটে। মুখ্যমন্ত্রী রাজীব কুমারের পাশে দাঁড়ান। এই অবস্থায় রাজীব কুমারকে হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় সিবিআই।
সে সময় সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না জানালেও সেই রক্ষাকবচ গত সপ্তাহে তুলে নেয়। অবশ্য রাজীব কুমারের কাছে সুযোগ রয়েছে তিনি দেশের কোনও আদালতে আগাম জামিনের আবেদন করতে পারেন। এই অবস্থায় তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের লুক আউট নোটিস রাজীব কুমারের কপালের ভাঁজ আরও পুরু করল বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা