একই দিনে পরপর ২টি দুঃসাহসিক ডাকাতি ঘুম ওড়াল পুলিশের। ২টি ডাকাতি মিলে মোট লুঠের অঙ্ক প্রায় ১৭ লক্ষ টাকা। প্রথম ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের রাঁচিতে। দ্বিতীয় ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের ধানবাদে। রাঁচিতে যে ডাকাতি হয় তা রীতিমত নাটকীয়। সাড়ে ১২ লক্ষ টাকা নিয়ে এক ব্যবসায়ী যাচ্ছিলেন ব্যাঙ্কে। সেই সময় রাস্তায় দুষ্কৃতিদের হাতে পড়েন তিনি।
সুবোধ কুমার নামে ওই ব্যবসায়ী পেশায় এক পোলট্রি ফার্মের মালিক। সোমবার সাড়ে ১২ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন ব্যাঙ্কে তা জমা করতে। রাঁচির খেলগাঁও এলাকার লালগঞ্জ ব্রিজের কাছে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে দুষ্কৃতিরা। তারপর মাথায় বন্দুকের নল ঠেকিয়ে তাঁর কাছ থেকে জোর করে টাকা হাতিয়ে নেয়। টাকা হাতিয়ে সেখান থেকে চম্পট দেয় তারা। অবশ্য যাওয়ার আগে সুবোধ কুমারকে মারধরও করে। পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।
দ্বিতীয় ডাকাতির ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের ধানবাদে। এখানে একটি পেট্রোল পাম্পের কর্মচারিকে বন্দুক দেখিয়ে তাঁর কাছে থাকা ৫ লক্ষ ৩৬ হাজার টাকা নিয়ে চম্পট দেয় ডাকাতরা। ২টি ঘটনায় দুষ্কৃতির সংখ্যা ছিল একাধিক। পুলিশের অনুমান বেশ কিছুদিন রেকি করে তবে এই কাণ্ড ঘটানো হয়েছে। ডাকাতির তদন্তে নেমেছে ২ শহরের পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা