উত্তরাখণ্ডের নন্দা দেবী পর্বত। দেশের অন্যতম উঁচু এই পর্বতশৃঙ্গ জয় করতে প্রতি বছরই পর্বতারোহীরা হাজির হন এখানে। দেশের মধ্যে অন্যতম উচ্চ পর্বত হলেও নন্দা দেবীর উচ্চতা ২৪ হাজার ফুট। কিন্তু নন্দা দেবীতে চড়া কঠিন বলেই মনে করেন পর্বতারোহীরা। গত ১৩ মে ১২ জন পর্বতারোহীর একটি দল নন্দা দেবী শৃঙ্গ জয়ে মুন্সিয়ারি থেকে যাত্রা শুরু করে। গত ২৫ মে দেখা যায় ওই দলের ৪ জন বেস ক্যাম্পে ফিরে এসেছেন। কিন্তু বাকিদের খোঁজ নেই। ফলে তাঁদের খোঁজ শুরু হয়। কিন্তু তল্লাশির পরও এখনও নিখোঁজ ওই ৮ পর্বতারোহী।
যে ৮ জন নন্দা দেবীতে হারিয়ে গেছেন তাঁদের মধ্যে ৪ জন ব্রিটেনের নাগরিক, ২ জন আমেরিকার নাগরিক, ১ জন অস্ট্রেলিয়ার নাগরিক ও ১ জন ভারতীয়। যে সংগঠনের থেকে এঁরা পর্বতারোহণ শুরু করেন সেই সংগঠনের একজন আধিকারিক সঙ্গে যান। সেই আধিকারিক ছিলেন ওই ভারতীয়। এঁরা সকলেই ১ সপ্তাহ পার করে এখনও নিখোঁজ। এঁরা সকলেই নন্দা দেবীর পূর্ব প্রান্ত দিয়ে ওঠা শুরু করেন।
অস্ট্রেলিয়া, ব্রিটেন ও আমেরিকার বিদেশমন্ত্রক থেকে ইতিমধ্যেই ভারতের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে। এদিকে তল্লাশি দল নন্দা দেবীতে জোর তল্লাশি শুরু করেছে। কিন্তু কোথায় তাঁরা হারিয়ে গেলেন তা বোঝা যাচ্ছেনা। তাঁদের সঙ্গে থাকা আরও ৪ পর্বতারোহীর সঙ্গেও কথা বলছেন কর্তৃপক্ষ। তাঁদের কাছ থেকে যদি কোনও ইঙ্গিত পাওয়া যায় যে কোথায় ওই ৮ জন হারিয়ে যেতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা