পরনে সাদা স্যান্ডো গেঞ্জি আর হাল্কা নীল প্যান্ট। হাসপাতালের বেডে এক যুবক কখনও আধশোয়া তো কখনও আরও একটু উঠে পড়ছেন। চিকিৎসকের দিকে চেয়ে কিছু একটা বলছেন। এই কথা শুনেই চিকিৎসক এগিয়ে আসেন। কালো প্যান্ট, বেগুনি জামা পড়া ওই চিকিৎসকের মুখে বাঁধা ছিল মাস্ক। গলায় ঝোলানো ছিল স্টেথোস্কোপ। তিনি এগিয়ে এসে সপাটে একটা চড় কষান ওই যুবককে। তারপর সোজা চড়ে যান বেডে। হাত চালাতে থাকেন। যুবক তখন বেডে শুয়ে চিকিৎসকের মার থেকে রেহাই পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। একসময় ওই যুবক পা চালাতে চেষ্টা করতে চিকিৎসক নেমে পড়েন বেড থেকে। তারপর শুরু করেন আরও মার। অবশেষে হাসপাতালের অপর এক চিকিৎসক এসে তাঁকে সরিয়ে নিয়ে যান।
এই পুরো ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি ঘটেছে জয়পুরের সোওয়াই মান সিং হাসপাতালে। হাসপাতালের রোগী থেকে রোগীর আত্মীয় সকলের সামনেই এ ঘটনা ঘটে। সকলেই অবাক চোখে দেখেছেন পুরো ঘটনা। কেউ কেউ মোবাইল ক্যামেরায় বন্দি করেছেন পুরো ঘটনা। সেটাই এখন ভাইরাল। এই ভাইরাল ভিডিও নিয়ে রাজস্থান জুড়ে তোলপাড় শুরু হয়েছে।
রাজস্থানের রাজ্য মানবাধিকার কমিশন পুরো বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ২৫ জুনের মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মাও আলাদা করে পুরো বিষয়টি নিয়ে একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালের আধিকারিকদের কাছে সম্পূর্ণ রিপোর্ট তলব করা হয়েছে। সেদিন ঠিক কি হয়েছিল তা জানতে চাওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা