
সবে শেষ হয়েছে ইদের নামাজ। তারপরই দেখা যায় রাস্তায় মিছিল করছে অনেকে। মুখ মুখোশে ঢাকা। হাতে পাকিস্তানের জাতীয় পতাকা। মুখে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান। বেশ কয়েকজনের হাতে আবার সন্ত্রাসবাদী সংগঠন আইসিস ও লস্কর-ই-তৈবা-র পতাকাও। জম্মু কাশ্মীরের নওহাটা এলাকায় ইদের নামাজ শেষ করে এরা মিছিল শুরু করে। তাদের সঙ্গে পা মেলায় বেশ কয়েকজন যুবক। রাস্তা দিয়ে জামিয়া মসজিদের দিকে এগোতে থাকে তারা। এভাবে এগিয়ে জখন তারা জামিয়া মসজিদ থেকে প্রায় আধ কিলোমিটার দূরে, সেই সময় বাধ্য হয়েই তাদের পথ আটকায় সুরক্ষাবাহিনী।
সুরক্ষাবাহিনী পথ আটকাতেই মিছিল থেকে উড়ে আসতে থাকে বৃষ্টির মত পাথর, ইটের টুকরো। পাল্টা উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় সুরক্ষাবাহিনী। হাওয়ায় গুলিও ছোঁড়া হয়। এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। সুরক্ষাবাহিনীকে লক্ষ্য করে পাথর বর্ষণ তারপরেও বন্ধ হয়নি। বরং ছোটাছুটি শুরু হয়ে যায়। অনেক যুবককে মুখে রুমাল বেঁধে পাথর ছুঁড়তে দেখা যায়।

এমন মিছিল কিন্তু কেবল একটি জায়গায় হয়েছে এমনটা নয়। ইদের দিন ইদের প্রার্থনা শেষ হওয়ার পর সকালে এমন মিছিল হয়েছে সোপোর, শ্রীনগর, অনন্তনাগ, কুপওয়ারাতে। একের পর এক এলাকা মিছিল থেকে তাণ্ডবে উত্তাল হয়ে ওঠে। এমন অবস্থার জেরে এসব এলাকায় খুশির ইদ শান্তিতে পালন করতে পারেননি সেখানকার সাধারণ মুসলিম পরিবারগুলি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা