National

পাঠানকোট হামলার চার্জশিট পেশ, মাসুদ আজহার সহ অভিযুক্ত ৪

পাঠনকোট হামলায় মোহালির পঞ্চকুলা বিশেষ আদালতে চার্জশিট পেশ করল এনআইএ। চার্জশিটে পাকিস্তান তৈরি সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-এ-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারের নাম রয়েছে। মোট ৪ জনের নামে চার্জশিট পেশ হয়েছে। ‌৪ জনের মধ্যে মাসুদ আজহার ছাড়াও রয়েছে তার ভাই রউফ আসগর, কাসিফ জান ও সহিদ লতিফের নাম। গত ২ জানুয়ারি পাঠানকোটে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় ৭ জন সেনা জওয়ানের মৃত্যু হয়। ভারতীয় সেনার পাল্টা গুলিতে মৃত্যু হয় হামলাকারী ৪ জঙ্গিরও। যাদের নামও এদিন প্রকাশ করেছে এনআইএ। এদের নাম নাসির হুসেন, হাফিজ আবু বকর, উমর ফারুক ও আবদুল কায়ুম। এরা প্রত্যেকই পাকিস্তানের জৈশ ক্যাম্পে প্রশিক্ষণপ্রাপ্ত বলে জানানো হয়েছে। এদিনের চার্জশিটের পাশাপাশি অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করতে ইন্টারপোলকে দিয়ে রেড কর্নার নোটিশ জারি করার তোড়জোড়ও শুরু করেছে আনআইএ।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button