শেষ ২ দিন ধরেই প্রবল হাওয়ার দাপট দেখছে মুম্বই সহ মহারাষ্ট্রের উপকূলীয় এলাকা। ঝোড়ো হাওয়ায় সমুদ্রের ধারে টেকা দায় হচ্ছে। তারসঙ্গে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টিও। এরমধ্যেই বুধবার দুপুর পৌনে ১টা নাগাদ চার্চগেট স্টেশনের সামনে এক পথচলতি মানুষের ওপর ভেঙে পড়ে একটি সিমেন্টের শিটের হোর্ডিং। প্রবল হাওয়ায় হোর্ডিংয়ের একটি অংশ ভেঙে গিয়ে পড়ে ৬২ বছরের ওই বৃদ্ধের মাথায়।
মধুকর নারভেকর নামে ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর চেষ্টাও শুরু করেন। কিন্তু ১ ঘণ্টা ধরে চিকিৎসকদের লড়াই বিফল হয়। হাসপাতালেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। মুম্বইয়ের মত শহরে হোর্ডিং ভেঙে একজনের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়ায়।
আরব সাগরের ওপর ক্রমশ শক্তি বাড়িয়ে গুজরাট উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন বায়ু। তার প্রভাবে মু্ম্বই সহ মহারাষ্ট্রের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বইছে। সেই হাওয়ার তেজ বুধবার আরও বাড়ে। যার জেরে মুম্বই শহরে ঝোড়ো হাওয়া বইছে। সেই হাওয়ার দাপটের বলি হতে হল এক নিরীহ মানুষকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা