প্রবল তাপপ্রবাহ যে কতটা ভয়ংকর হতে পারে তা বোঝা গেল শেষ ২৪ ঘণ্টায়। শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের পূর্ব প্রান্তের রাজ্য বিহারের ৩টি জেলা মিলিয়ে মৃত্যু হল ৪৫ জনের। এঁদের সকলেরই মৃত্যু হয়েছে ভয়ংকর তাপপ্রবাহের কারণে। অধিকাংশ মানুষই হিট স্ট্রোকে মারা গেছেন। গরমে মৃত্যু এ দেশে নতুন নয়। এবার সেই তালিকা আরও দীর্ঘ করল বিহারের এই ৪৫ জনের মর্মান্তিক মৃত্যু। ৪৫ জন মারা যাওয়ার পাশাপাশি বিভিন্ন হাসপাতালে গরমে অসুস্থ হয়ে হাজির হওয়া মানুষের সংখ্যা বেড়েই চলেছে। এখনও পর্যন্ত শতাধিক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
বিহারে তাপপ্রবাহ গত কয়েক দিনে চরম চেহারা নিয়েছে। বিহারের ৩টি জেলা ঔরঙ্গাবাদ, গয়া ও নওয়াদা-র অবস্থা সবচেয়ে শোচনীয়। এখানে পারদ ৪৫ ডিগ্রি পার করেছে। বেলা বাড়লে রাস্তায় টেকা যাচ্ছে না। গরম হল্কা নাক, মুখ জ্বালিয়ে দিচ্ছে। প্রবেশ করছে শরীরে। অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। রাস্তাতেই অনেকে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। অসুস্থ হয়ে পড়ে যাচ্ছেন রাস্তাতেই। সুস্থ মানুষ গরমে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এমন ঘটনাও ঘটেছে। এদিকে গরম কিন্তু পিছু ছাড়ছে না। তাপপ্রবাহ চলছে। কোনও এলাকায় স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি তাপমাত্রা মানেই সেখানে তাপপ্রবাহ হচ্ছে। সেই অবস্থা এখন গ্রাস করেছে বিহারের অনেকাংশ।
ঔরঙ্গাবাদে ২৬, গয়ায় ১৪ এবং নওয়াদায় ৫ জনের তাপপ্রবাহের জেরে মৃত্যু হয়েছে। গরমে মৃত ৪৫ জনের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে বিহার সরকার। পাশাপাশি রাজ্যবাসীকে গরমের জন্য সতর্কও করা হয়েছে। বেলা বাড়লে রাস্তায় যদি বার হতেই হয় সেজন্য গরম থেকে বাঁচতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তবেই বার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এদিকে বিহার জুড়ে এখনও অব্যাহত তাপপ্রবাহ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা