খাদে উল্টে গেল গাড়ি। মৃত্যু হল ৬ জনের। এমন ঘটনা পাহাড়ি রাস্তায় নতুন নয়। অনেক সময়েই পাহাড়ি রাস্তায় স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেন না চালক। অপরিসর রাস্তা। পাশে খাদ। এমন রাস্তায় যে দক্ষতার সঙ্গে গাড়ি চালানো দরকার তা অনেক চালকের থাকে না। ফলে ঘটে যায় দুর্ঘটনা। যেমন ঘটল উত্তরাখণ্ডে।
উত্তরাখণ্ডের দেরাদুন জেলার তুনি এলাকায় পাহাড়ি রাস্তায় ঘটনাটি ঘটে। বানপুর থেকে তুনি বাজার যাচ্ছিলেন চালক সহ ৬ জন। একটি অল্টো গাড়িতে ছিলেন তাঁরা। পাহাড়ি রাস্তায় সোমবার আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। গাড়ি গিয়ে পড়ে গভীর খাদে। জঙ্গল ঘেরা খাদে আছড়ে পড়ার পর গাড়িতে থাকা সকলেরই ঘটনাস্থলে মৃত্যু হয়।
ঘটনার খবরে শোক প্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণ দেওয়ার জন্যও জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি। পুলিশ পরে গাড়িটি উদ্ধার করে। দেহগুলিও উদ্ধার করা হয়। এমন ঘটনা উত্তরাখণ্ডের পাহাড়ি রাস্তায় মাঝেমধ্যেই শুনতে পাওয়া যায়। খাদে পড়ে মৃত্যু হয় কখনও স্থানীয়দের, কখনও পর্যটকদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা