শিবরাত্রিকে কেন্দ্র করে দেশ জুড়ে সুরক্ষা বন্দোবস্ত জোরদার করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গুজরাটের কচ্ছ দিয়ে ৮-১০ জন জঙ্গি দেশে ঢুকেছে বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা।
যে কোনও সময়ে তারা নাশকতা চালানোর চেষ্টা করতে পারে। তাই কোনও ঝুঁকি না নিয়ে শিবরাত্রির দিন সকাল থেকেই গুজরাটের সব শপিং মল, বিমানবন্দর, সোমনাথ মন্দিরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। পুলিশ কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। দিল্লি, মহারাষ্ট্রেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
নাশকতার সম্ভাবনা রুখতে হুগলির তারকেশ্বর মন্দিরেও ছিল আঁটোসাঁটো নিরাপত্তা বন্দোবস্ত। মেটাল ডিরক্টর থেকে বোম্ব স্কোয়াডকে তৈরা রাখা হয়। ছিল কোণায় কোণায় সিসিটিভি। মোতায়েন ছিল প্রচুর সুরক্ষাকর্মীও।