অভিনব ঘটনার সাক্ষী হল ত্রিপুরা বিধানসভা। প্রতিবাদের ভাষা হিসাবে স্পিকারের দণ্ড নিয়েই অধিবেশন কক্ষ ছেড়ে দৌড় লাগালেন তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন। ত্রিপুরা বিধানসভায় এদিন বনমন্ত্রীর বিরুদ্ধে সরব হন তৃণমূল বিধায়কেরা। স্পিকারের সামনে গিয়ে তাঁদের কথা বলতে দেওয়ার জন্য গলা চড়াতে থাকেন তাঁরা। পাল্টা স্পিকার জানান, বিষয়টি এদিনের আলোচনার তালিকাভুক্ত না হওয়ায় প্রথা মেনেই তিনি আলোচনায় সম্মতি দেননি। এই নিয়ে শোরগোলের মাঝেই হঠাৎ স্পিকারের ন্যায়দণ্ড ছিনিয়ে নিয়ে ছুট লাগান সুদীপবাবু। তাঁকে ধরতে পিছনে ছুট লাগান বেশ কয়েকজন বিধায়ক। বেশ কিছুক্ষণ ধরাধরির পর্ব চলার পর নিজেই ন্যায়দণ্ডটি ফিরিয়ে দেন সুদীপ রায় বর্মন। তাঁর দাবি, বিধানসভায় তাঁকে কিছুতেই বলতে দেওয়া হচ্ছিলনা। তাই ন্যায় না পেয়েই ন্যায়দণ্ড নিয়ে চলে গিয়েছিলেন তিনি। যদিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ত্রিপুরা বিধানসভার স্পিকার রমেন্দ্র চন্দ্র দেবনাথ। সুদীপবাবু ঐতিহ্য ও নীতি বিরোধী কাজ করেছেন বলে দাবি করেন তিনি। এই ঘটনার নিন্দা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিও।