National

নৃশংস হত্যার প্রতিবাদে পুলিশ ফাঁড়িতে হামলা, পালাল পুলিশ

সোমবার রাত। মাঠের মধ্যে পড়েছিল দেহটা। কাছে যেতে আঁতকে ওঠেন সকলে। দেহ থেকে মুণ্ড আলাদা করে দেওয়া হয়েছে ধারাল অস্ত্রের কোপে। কেটে আলাদা করে দেওয়া হয়েছে পা। মুণ্ড আলাদা করেই ক্ষান্ত হয়নি আততায়ীরা। মুণ্ড থেকে চোখও উপড়ে নেওয়া হয়েছে। এই দৃশ্য দেখার পর গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। কাছের একটি পুলিশ ফাঁড়ির দিকে ধেয়ে যান তাঁরা। এত মানুষ পুলিশ ফাঁড়িতে আক্রমণ করতে আসছে দেখে কর্তব্যরত পুলিশকর্মীরা আর ঝুঁকি নেননি। ফাঁড়ি ফেলে পালান তাঁরা। এরপর ওই পুলিশ ফাঁড়ি ভেঙে তছনছ করে দেয় জনতা।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরা জেলার রাধাকুণ্ড পুলিশ পোস্টে। তার আগে গোবর্দ্ধন এলাকায় একটি মাঠ থেকে উদ্ধার হয় ৬৮ বছরের হুকুম সিং নামে স্থানীয় এক ব্যক্তির দেহ। তাঁকে কেউ বা কারা নৃশংসভাবে হত্যা করে ওই মাঠে ফেলে দিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে পুলিশ ফাঁড়ি আক্রমণের ঘটনা ঘটে। তখন পুলিশ পিছু হটলেও পরে গোবর্দ্ধন পুলিশ স্টেশন থেকে রাধাকুণ্ডে প্রচুর পুলিশ পাঠানো হয়। তারা গিয়ে অবস্থা আয়ত্তে আনে।


পুলিশ ছিন্নভিন্ন দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সেইসঙ্গে পুলিশ জানিয়ে দিয়েছে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে। যারা পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালিয়েছে এবং পুলিশকর্মীদের আক্রমণ করেছে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। পুরো ঘটনায় এলাকায় মঙ্গলবার সকালেও চাপা উত্তেজনা ছিল। এলাকা থমথমে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button