সকলে একসঙ্গে হৈহৈ করে যাওয়া হবে এটা ঠিক ছিল আগে থেকেই। বিয়ে বাড়ির আনন্দটা শুরু হবে একেবারে বাড়ি থেকে বার হওয়ার পর থেকেই। সেইমত একটি ট্র্যাক্টর ট্রলিও নিয়েছিলেন তাঁরা। গ্রামের দিকে ট্র্যাক্টর ট্রলি একটু বেশি সংখ্যক মানুষকে নিয়ে যাওয়ার জন্য বেশ কাজের যান। তাতেই সোমবার রাতে চড়ে বসেন সকলে। হৈহৈ করতে করতে বিয়ে বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেন তাঁরা। কিন্তু বিয়ে বাড়ি পর্যন্ত তাঁদের সকলের আর পৌঁছনো হল না।
অন্ধকার রাস্তায় ট্র্যাক্টর ট্রলিটিকে ধাক্কা মারে গতিতে ছুটে আসা একটি দুধের ট্যাঙ্কার। প্রবল ধাক্কায় ট্র্যাক্টর ট্রলিটি কার্যত দুমড়ে মুচড়ে যায়। বিয়ে বাড়ির যাত্রীরা অনেকেই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। আহত হন ১২ জনেরও বেশি। তাঁদের দ্রুত রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় আরও ২ জনের। বাকিদের অবস্থাও যে ভাল তা নয়। তাঁদের চিকিৎসা চলছে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কোতওয়ালি থানা এলাকার সীতাপুর-লখিমপুর রোডে। মৃত ও আহত সকলেই দালওয়াল গ্রামের বাসিন্দা। এদিকে গ্রামে খবর পৌঁছনোর পর অন্য গ্রামবাসীরাও ছুটে আসেন হাসপাতালে। সেখানে তাঁরা হট্টগোল শুরু করেন বলে দাবি পুলিশের। পরে হাসপাতালে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা