
সামনেই অম্বুবাচি শুরু হচ্ছে। আর অম্বুবাচির সময় নীলাচল পর্বতের ওপর অবস্থিত কামাখ্যা মন্দিরে ভিড় উপচে পড়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে এই সময়। ফলে অম্বুবাচির কথা মাথায় রেখে এখন কামাখ্যা মন্দির চত্বর কড়া সুরক্ষা বলয়ে ঘিরে ফেলা হয়েছে। এই কামাখ্যা মন্দিরের কাছেই অবস্থিত বনদুর্গা মন্দির। সেই বনদুর্গা মন্দিরের কাছেই বৃহস্পতিবার সন্ধেয় এক মহিলার মুণ্ডহীন দেহ পড়ে থাকতে দেখে আঁতকে ওঠেন মানুষজন। খবর যায় পুলিশে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে।
দেহটি যেখানে পাওয়া যায় সেখানে আশপাশে পুজোর উপকরণ চোখে পড়েছে। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পুলিশ। যদিও এ থেকে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছতে নারাজ তারা। বরং তদন্তকারীরা আরও তদন্ত করে দেখতে চান বিষয়টিকে। তারও আগে পুলিশ চাইছে ওই মহিলার মুণ্ডটি উদ্ধার করতে এবং ওই মহিলার পরিচয় জানতে। তারই চেষ্টা চালাচ্ছে তারা। এদিকে অম্বুবাচি উপলক্ষে ক্রমশ ভিড় বাড়ছে। তারমধ্যেই এমন একটি ঘটনা পুণ্যার্থীদের মধ্যে আতঙ্কের জন্ম দিয়েছে।
৫১টি সতীপীঠের অন্যতম কামাখ্যা মন্দির। তারই কাছে এমন একটি ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে ২২ জুন থেকেই শুরু হচ্ছে অম্বুবাচি। ফলে তার আগে থেকেই এখানে মানুষের ঢল নামবে। এ বছর প্রায় ২৫ লক্ষ পুণ্যার্থী এখানে আসবেন বলে মনে করছে প্রশাসন। তাই বিষয়টির দ্রুত সমাধান চাইছে পুলিশ। খুঁজে বার করার চেষ্টা হচ্ছে এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা