তখন মাঝরাত। ঘড়ির কাঁটায় রাত ৩টে। ফাঁকা রাস্তা ধরে প্রবল গতিতে ছুটে আসছিল গাড়িটা। বড় গাড়ি। গাড়ির মধ্যে ঠাসা মানুষ। অনেক শিশুও রয়েছে। সকলেই ফিরছেন একটি বিয়ে বাড়ির ভোজ সেরে। বিয়ে বাড়ি মানেই একটু রাত হয়ে যায়। এঁরা বিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন একটু বেশি রাতেই। বাড়ির দিকে ছুটে চলা গাড়িটি রাত ৩টেয় রাস্তা ধরে ছুটে চলছিল। মাঝরাস্তায় আচমকাই গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারান চালক। গাড়ি রাস্তা ছেড়ে রাস্তা লাগোয়া খালের দিকে যেতে থাকে। চালক শেষ চেষ্টা করলেও তাতে কাজের কাজ কিছু হয়নি। গাড়িটি সোজা গিয়ে পড়ে খালের জলে।
ঘটনাটি ঘটেছে লখনউ শহর লাগোয়া নাগরাম এলাকায় ইন্দিরা ক্যানালে। এই ক্যানালের জলেই পড়ে যায় গাড়িটি। রাত গভীর হলেও একটা গাড়ি খালের জলে পড়ার শব্দে ও যাত্রীদের আর্তনাদে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরাই ২২ জন যাত্রীকে উদ্ধার করেন। কিন্তু ৭টি শিশু হারিয়ে যায়। সকলের বয়স ৪ থেকে ৯ বছরের মধ্যে। খালের জলে প্রবল স্রোত থাকায় তাদের আর দেখতে পাওয়া যায়নি।
পুলিশ জানায় খালের জলে প্রবল স্রোত থাকায় ডুবুরি নামিয়েও উদ্ধারকাজ চালানো মুশকিল হচ্ছে। ফলে জলের স্রোত নিয়ন্ত্রণ করে ওই শিশুদের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু স্রোত বেশি থাকায় ৭ শিশু কোথায় ভেসে গেছে বা জলের কোথায় ডুবে গেছে তা পরিস্কার নয়। তাদের খোঁজ না মিললেও পুলিশের অনুমান এদের কেউই আর বেঁচে নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা