রবিবার রাত। বাইক চালিয়ে গ্রামে ফিরছিলেন আইনজীবী সুশীল কুমার প্যাটেল। সেই সময় তাঁর বাইক ধাওয়া করতে শুরু করে অন্য একটি বাইক। বাইকে একাধিক ব্যক্তি ছিল। বেশ কিছুক্ষণ ধাওয়া করার পর গোহরি রেলওয়ে ক্রসিংয়ে এসে পৌঁছয় সুশীল প্যাটেলের বাইক। আর ঠিক সেই সময় তাঁকে পার করে ধাওয়া করা বাইক গিয়ে দাঁড়ায় আইনজীবীর বাইকের সামনে। তারপর খুব কাছ থেকে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয়।
বুকের কাছেই গুলি লেগে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সুশীল প্যাটেল। দুষ্কৃতিরা সেখান থেকে বাইকে চম্পট দেয়। রক্তাক্ত আইনজীবীকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে পরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার এই ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়। এভাবে একজন আইনজীবীকে হত্যার ঘটনা মুখে মুখে ছড়িয়ে পড়ে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিতে পেরেছে সুশীল প্যাটেল বিষয়আশয় সংক্রান্ত মামলা করতেন। একটি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তিনি জড়িয়েও পড়েছিলেন। নিজেও সম্পত্তি কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশের অনুমান সম্পত্তি সংক্রান্ত কোনও শত্রুতা থেকেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। দুষ্কৃতিদের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে। ঠিক কী কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা