থানার ইনচার্জ তিনি। ফলে তিনিই থানার বড়কর্তা। আইনের রক্ষক তিনি। তাঁর এলাকায় কোনও বেআইনি বা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্তদের গ্রেফতার করা তাঁর কাজ। কিন্তু তিনি নিজেই ধরা পড়লেন বেআইনি কাজের অভিযোগে। আর তাঁকে থানার মধ্যেই হাতে নাতে গ্রেফতার করলেন স্বয়ং ডিএসপি। পশ্চিমবঙ্গের প্রতিবেশি রাজ্য বিহার। নীতীশ কুমার সরকার বিহারকে ড্রাই স্টেট ঘোষণা করেছে। অর্থাৎ বিহারে মদ বিক্রি বা মদ্যপান নিষিদ্ধ। সেখানেই কিনা একেবারে থানায় বসে আসর জমিয়েছিলেন থানার বড়বাবু!
ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুর জেলার খারিক পুলিশ স্টেশনে। এই পুলিশ স্টেশনের ইনচার্জ ছিলেন দিলীপ কুমার। মঙ্গলবার সেই পুলিশ স্টেশনে আচমকাই হাজির হন জেলার ডিএসপি নিধি রানি। এসে দেখেন থানার মধ্যেই আসর জমিয়ে মদ্যপান করছেন দিলীপ কুমার। একে ড্রাই স্টেট বিহার, তার ওপর থানায় বসে মদ্যপান বেআইনি। তখনই দিলীপ কুমারকে গ্রেফতার করেন নিধি রানি।
দিলীপ কুমারকে গ্রেফতারের পর তাঁর মেডিক্যাল টেস্ট করানো হয়। সেখানে তাঁর রক্তে অ্যালকোহল পাওয়া যায়। ফলে তিনি যে মদ্যপান করছিলেন তা নিশ্চিত হয়ে যায়। তারপরই দিলীপ কুমারকে আদালতে পেশ করে পুলিশ। আদালত সব শোনার পর দিলীপ কুমারের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত হৈচৈ পড়েছে বিহার জুড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা