ঘরের মধ্যে পড়ে আছে টিভি রিপোর্টার, তাঁর মা ও তাঁর স্ত্রীর দেহ। ছড়িয়ে পড়ে আছে দেহগুলি। এঁরা ৩ জন একই বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতিবেশিরাই একটা অঘটন কিছু ঘটেছে বলে আন্দাজ করে পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই বাড়িতে ঢুকে দেখে ৩টি দেহ পড়ে আছে ঘরে। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ফ্রিজ ফেটে ঘটে দুর্ঘটনা। তার জেরেই মৃত্যু হয় ৩ জনের। ফ্রিজ ফাটার ফলে তা থেকে গ্যাস লিক হয়। সব মিলিয়েই মৃত্যু হয় টিভি রিপোর্টার প্রসন্ন ও তাঁর পরিবারের। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। চেন্নাইয়ের ‘নিউজ জে’ নামে একটি তামিল চ্যানেলে কাজ করতেন প্রসন্ন। সেখানে টিভি রিপোর্টার ছিলেন তিনি।
বৃহস্পতিবার সকালে প্রসন্নর বাড়ি থেকে কাউকে বার হতে না দেখে প্রতিবেশিদের সন্দেহ হয়। বেশ কিছুটা সময় তাঁরা নজর রাখেন বাড়ির দিকে। সেখান থেকে কোনও সাড়াশব্দও নেই। বাড়ির দরজা বন্ধ। কেউ বার হচ্ছেন না। এমন তো হওয়ার কথা নয়। সন্দেহ জাগে প্রতিবেশিদের কয়েকজনের মনে। তাঁরা অন্য প্রতিবেশিদেরও বিষয়টি জানান। তারপর সকলে খবর দেন পুলিশে। পুলিশ এসে দেহগুলির খোঁজ পায়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা