তারা চেয়েছিল তাদের বলা জায়গায় ওই ১৪ বছরের কিশোর পৌঁছে দেবে নিষিদ্ধ মাদক। কিন্তু সেই মাদক পাচারে রাজি হয়নি সে। এটাই তার দোষ! বলা সত্ত্বেও রাজি না হওয়ায় রেগে ওই ১৪ বছরের কিশোরকে জোর করে হাঁ করিয়ে তার মুখের মধ্যে অ্যাসিড ঢেলে দেয় ৩ যুবক। অ্যাসিডে কিশোরটির মুখের মধ্যের অংশ জ্বলে গিয়েছে। তার ভোকাল কর্ডেরও ক্ষতি হয়েছে। আপাতত তার জীবনহানির কোনও সম্ভাবনা নেই। তবে চিকিৎসকেরা এখনও পরিস্কার নন যে কিশোরের ভোকাল কর্ডের কতটা ক্ষতি হয়েছে। তা পরিস্কার হলেই এটা জানা যাবে যে সে জীবনে আর কখনও কথা বলতে পারবে কিনা।
মাত্র ১৪ বছরের এক কিশোরের সঙ্গে যা ঘটল তাতে রীতিমত শোরগোল পড়ে গেছে। ওই কিশোর মুখে কিছু বলতে পারছে না। পুলিশকে আকার ইঙ্গিতে পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করছে। ওই কিশোরের মা পুলিশকে পরিস্কার করেছেন যে তাঁর ছেলেকে দিয়ে মাদক পাচারের চেষ্টা করছিল ৩ যুবক। তাঁর ছেলে রাজি না হওয়ায় তার সঙ্গে এমন ভয়ানক কাণ্ড ঘটানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নূর নামে এক যুবকের কথা জানতে পেরেছে পুলিশ।
নূরকে জেরা করা হলেও সে দাবি করেছে তার সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের ফৈজুলাগঞ্জ এলাকায়। ওই কিশোর লখনউয়ের বলরামপুর হাসপাতালে চিকিৎসাধীন। কিশোরের পরিবারের তরফে হওয়া এফআইআর-এর ভিত্তিতে তদন্ত চালাচ্ছে পুলিশ। কারা এই মাদক পাচার করার চেষ্টা করছিল? সেখানে কোনও মাদক পাচার চক্র কাজ করছে? এভাবে এক কিশোরের ওপর এমন নৃশংস অত্যাচারই বা কারা করল? এই মাদক পাচারের জাল কত পর্যন্ত বিস্তৃত? সবকিছু জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে এক কিশোরের সঙ্গে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকলেই চাইছেন দ্রুত পুলিশ দোষীদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা